লন্ডনের প্যাডিংটনের অ্যাবারডিন প্লেসে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে লন্ডন ফায়ার ব্রিগেডের (এলএফবি) ১৫টি ইউনিট এবং প্রায় ১০০ দমকলকর্মী কাজ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়) আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ভয়াবহ এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি আবাসিক ভবনের ছাদেও। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় প্রায় ৮০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সম্ভবত একটি বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দা ও জরুরি পরিষেবার কর্মীদের অনেককেই মাস্ক পরে ধোঁয়া থেকে রক্ষা পেতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, সকাল সাড়ে সাতটার দিকে তার স্ত্রী তাকে আগুনের ব্যাপারে জানান। ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তারা দেখেন, ঘন ধোঁয়ার মধ্যে বিশাল শিখা জ্বলছে। তিনি বলেন, “এটা সাধারণ কোনো বাড়ির আগুনের মতো ছিল না।”
তিনি আরও জানান, তার গাড়িটি কর্ডন করে রাখা এলাকার মধ্যে আটকে আছে এবং কর্তৃপক্ষ থেকে কবে তা নিতে পারবেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার পল মরগান জানান, আগুনটি বেশ দৃশ্যমান এবং ব্যাপক ধোঁয়া সৃষ্টি করছে। বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখার এবং ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এক মাস আগেই নর্থ হাইডের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে ব্রিটেনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরে ব্যাপক বিঘ্ন ঘটে। ওই ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল করতে হয়েছিল।