আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টিতে টানা ভারী বৃষ্টির পর গুয়াদালুপে নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা ২৫ জন মেয়ে শিশু।
স্থানীয় সময় শুক্রবার ভোররাতে যখন মানুষ ঘুমিয়ে ছিল, তখনই আচমকা নদীর পানি বিপৎসীমার বহু উপরে উঠে যায়। সময় স্বল্পতার কারণে কর্তৃপক্ষ আগাম সতর্কতা দিতে পারেনি বলে জানিয়েছেন কারভিলের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস।
বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে ‘ক্যাম্প মিস্টিক’ নামের একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে, যেখানে প্রায় ৭৫০ জন শিশু অবস্থান করছিল। কর্তৃপক্ষ জানায়, তাদের বেশিরভাগকে নিরাপদে সরিয়ে নেওয়া গেলেও ২৫ জন শিশু এখনো নিখোঁজ।
টেক্সাস দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিম কিড জানান, আবহাওয়ার পূর্বাভাসে এত ভয়াবহ বৃষ্টির ইঙ্গিত ছিল না। নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায় বলে জানান টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক।
এ ঘটনায় কার কাউন্টি এবং পার্শ্ববর্তী এলাকার বহু বাড়িঘর, ক্যাম্প এবং গাড়িভিত্তিক পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যে দুর্যোগ ঘোষণা করেছেন। উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে ইউএস কোস্ট গার্ড, ফেডারেল সংস্থা ফেমা ও অন্যান্য বাহিনী। শুক্রবার রাত পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৩৭ জনকে, যাদের মধ্যে ১৬৭ জনকে হেলিকপ্টার ব্যবহারে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের আরও কিছু এলাকায় নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ শিশুদের জীবিত উদ্ধারের আশায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।