মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তিনি শুল্ক স্থগিতের বিষয়ে ভাবছেন না। তবে, বিভিন্ন দেশের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) এক সাংবাদিক তাকে শুল্ক স্থগিতের বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “আমরা তা ভাবছি না।”
তিনি আরও জানান, “অনেক দেশই আমাদের সঙ্গে চুক্তি করতে আগ্রহী এবং আমি বিশ্বাস করি তারা ন্যায্য চুক্তি করবে। কিছু ক্ষেত্রে, তারা উল্লেখযোগ্য হারে শুল্ক দেবে। সবকিছুই ন্যায্য ভিত্তিতে হবে।”
এর আগে, গত বুধবার ট্রাম্প সব ধরনের আমদানির ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পাশাপাশি, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে আরও উচ্চ শুল্ক আরোপেরও কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, একই দিন সকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি জাপানকে বলেছি, তাদের বাজার আমাদের জন্য উন্মুক্ত করতে হবে। কারণ, আমরা জাপানে গাড়ি বিক্রি করতে পারি না, অথচ তারা আমাদের দেশে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি করে।”
ইসরাইলের প্রসঙ্গে ট্রাম্প জানান, তাদের পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ রয়েছে এবং এই হার কমানোর সম্ভাবনা কম। “আমরা হয়তো ইসরাইলের ওপর শুল্ক কমাব না। তবে, ভুলে যেয়েন না, আমরা তাদের বছরে প্রায় ৪ বিলিয়ন ডলার সাহায্য করি।”
জবাবে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি দেন।