ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের পরবর্তী প্রধান হিসেবে সাবেক নৌ কমান্ডার এলি শারভিতকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে। যদিও শিন বেতের বর্তমান প্রধান রোনেন বারকে বরখাস্তের আদেশ ইসরাইলের সুপ্রিম কোর্ট স্থগিত করেছে, তবুও নেতানিয়াহু এলি শারভিতকে নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
সাতজন প্রার্থীর সাক্ষাৎকারের পর নৌবাহিনীর সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল এলি শারভিতকে শিন বেতের নতুন পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। এলি ৩৬ বছর ধরে সামরিক বাহিনীতে সেবা দিয়েছেন এবং পাঁচ বছর নৌ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে জটিল অভিযান পরিচালনা করেছেন এবং ইসরাইলের জলসীমা রক্ষায় নেতৃত্ব দিয়েছেন।
রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত ২০ মার্চ মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং ৮ এপ্রিল তার দায়িত্বের মেয়াদ শেষ হবে। বারকে শিন বেতের প্রধান হিসেবে ২০২১ সালের অক্টোবর মাসে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে, নেতানিয়াহু তার আস্থাহীনতার কারণে বারকে বরখাস্তের ইচ্ছা প্রকাশ করেছিলেন, যার পর সুপ্রিম কোর্ট বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করে।
নেতানিয়াহু জোর দিয়েছেন, শিন বেতের নতুন প্রধানের নিয়োগ তাঁর সরকারের সিদ্ধান্ত হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর, বারের ওপর ব্যর্থতার দায় চাপানো হয় এবং এর পর থেকেই নেতানিয়াহু ও বারের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।