ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সোমবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। শনিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই বৈঠকে দুই নেতা ইসরায়েলি পণ্যের ওপর শুল্ক, গাজা পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপসহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলি আমদানির ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়। সেইসঙ্গে গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ, ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।
নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রচেষ্টা, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক এবং আন্তর্জাতিক আইনি লড়াইয়ের দিকগুলোও গুরুত্ব পাবে।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই নেতানিয়াহুর সফর আশা করছেন। শুল্ক নিয়ে আলোচনার জন্য নেতানিয়াহু হতে যাচ্ছেন ওয়াশিংটনে সফররত প্রথম বিদেশি নেতা।