মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। শনিবার (২২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করেন। ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে এবং সাম্প্রতিক নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করেন ট্রাম্প।
ট্রাম্প এক স্মারকে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব ব্যক্তির রাষ্ট্রীয় গোপন তথ্যের প্রবেশাধিকার থাকা উচিত নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাব না থাকলেও এটি ওয়াশিংটনের রাজনৈতিক টানাপড়েনের ইঙ্গিত দেয় এবং ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের প্রতি কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ ঘটায়।
ট্রাম্প আরও কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন, যাদের মধ্যে রয়েছেন রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনি, বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, রাশিয়া বিশেষজ্ঞ ফিওনা হিল, হুইসেল ব্লোয়ারদের প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা আইনজীবী মার্ক জেইড এবং ট্রাম্পের সমালোচক ও সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা অ্যাডাম কিনজিংগার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেন। তবে এই প্রক্রিয়া শুরু হয়েছিল বাইডেন প্রশাসনের সময়, যখন ২০২১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেন ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন।