যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করার বদলে, বরং দেশটির ওপর চাপ সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে এই সপ্তাহে একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, তিনি ইরানের নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব রয়েছে।
শনিবার ইরানে অনুষ্ঠিত এক বৈঠকে, খামেনী বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের ওপর আরও কঠোর সীমাবদ্ধতা চাপানোর চেষ্টা করছে, যা পূর্ববর্তী আলোচনা থেকেও কঠিন। তাদের উদ্দেশ্য কোনো সমস্যার সমাধান করা নয়, বরং নিজেদের শর্ত চাপিয়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র দাবি করছে যে, ইরানকে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব সীমিত করতে হবে, এবং এমন কিছু বিষয়ে নতুন শর্ত সৃষ্টি করেছে যা আমরা মেনে নেব না।”
এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের “সর্বোচ্চ চাপ” নীতি উল্লেখ করে বলেন, “এটি তাদের উদ্দেশ্য নয়, শুধুমাত্র তাদের আগ্রহের সঙ্গে মানানসই নতুন দাবি চাপানো।”
২০১৮ সালে, ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর পর থেকে ইরান তার পারমাণবিক কর্মসূচির সীমা ছাড়িয়ে গেছে, এবং বাইডেন প্রশাসন ও ইউরোপীয় নেতাদের উদ্যোগে কোনো সাফল্য আসেনি।