মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে সৌরভ দত্ত নামে এক যুবকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (১৭ মে ২০২৫) ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন হাজারো মুসল্লি।
এর আগে রাত ১২টা ১৫ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত টানা বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বাকেরগঞ্জ থানা চত্বরে।
অভিযুক্ত ও অভিযোগ:
অভিযুক্ত সৌরভ দত্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের বাবুল দত্তের ছেলে। অভিযোগ উঠেছে, তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং মুসলিম জনমনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
বিক্ষোভকারীদের বক্তব্য:
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন,
“বিশ্বনবী (সা.)-এর সম্মান রক্ষায় জীবন দিতেও প্রস্তুত। এ ধরনের কটূক্তির বিচার না হলে ধর্মপ্রাণ মুসলমানরা বসে থাকবে না।”
তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি থানার ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার এসআই তোফাজ্জেলকে দায়িত্বে অবহেলার অভিযোগে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
প্রশাসনের ভূমিকা:
ঘটনার প্রেক্ষিতে সকাল ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার现场ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি বিক্ষোভকারীদের দাবির যৌক্তিকতা মেনে নিয়ে আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করা হয়।
পুলিশ জানিয়েছে:
ওসি আবুল কালাম আজাদ জানান,
“ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অভিযুক্ত সৌরভ দত্তকে শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”