নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সেবায় সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে নোয়াখালী জেলা ছাত্রদলের নেতা কর্মীরা।
“অতিথি পরায়ণ নোয়াখালী বাসী” এই কথাটি আসলেই শুধুমাত্র প্রবাদ বাক্য নয়, সত্যিকারার্থে বিপদে দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার পরিচয় বহন করে চলেছে এ অঞ্চলের মানুষ।
তারই ধারাবাহিকতায় নোয়াখালীর কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক সহযোগিতায় সম্প্রতি এসএসসি পরীক্ষার্থীসহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের থাকা-খাওয়া, পানি সরবরাহ ও তথ্য সেবা দিয়ে আরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালী জেলা ছাত্রদল।
নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত রয়েছে নোয়াখালী জেলা, উপজেলা, শহর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
নগরীর গুরুত্বপূর্ণ সকল মোড়ে ও সকল পরীক্ষা কেন্দ্রের সামনে রয়েছে একাধিক তথ্য সেবা কেন্দ্র। যেখানে দায়িত্বরত রয়েছে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এনবিএস রাসেল, আনোয়ার হোসেন রকি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রাযহান, আশ্রাফুল করিম পাবেল, সজিব রহমান সজিব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান, ছাত্রদল নেতা মো. জাহিদ হাসান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাফায়েত হোসেন নাবিল, সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের গিয়াস উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেলসহ
বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।
দূর দূরান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থী এবং অভিভাবকের থাকা খাওয়ার ব্যবস্থাসহ নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অপেক্ষমান অভিভাবকদের বসার জন্য ছাউনি তৈরি করা হয়েছে প্রতিটি কেন্দ্রের পাশে। এ সময় তীব্র গরমের উত্তাপে আগতদের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ করা হয় সকলের মাঝে।
ছাত্রদলের এমন উদ্যোগকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনেকেই জানিয়েছেন এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এটা উন্নত মানসিকতার সংস্কৃতি। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের এ আয়োজনকে আমরা সাধুবাদ জানাই।
এত বড় পরিসরে এমন আয়োজন কি করে সম্ভব হল ? এবং এ ধরনের কর্মসূচি কি সাময়িক নাকি ভবিষ্যতেও চলমান থাকবে ?এমন প্রশ্নে কথা হয় ছাত্রনেতাদের সাথে,তারা বলেন, আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইয়ের সার্বিক সহযোগিতায় ও নির্দেশনা মোতাবেক আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকের কাছে আমরা সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমাদের কর্ম তৎপরতায় শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদ পথ চলা নিশ্চিত করে সুশৃংখল পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমাদের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।