শাব্বির এলাহী, মৌলভীবাজার:
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্কের (SAARC) পরিচালক নিযুক্ত হয়েছেন মৌলভীবাজারের কৃতি সন্তান তানভীর আহমেদ তরফদার। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সিলর এবং সিনিয়র কূটনৈতিক তানভীর আহমেদ তরফদারের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পরানধর গ্রামে। তার পিতা মরহুম মোদারিছ আহমেদ তরফদার।
তানভীর আহমেদ তরফদার ২০১৩ সালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (বিসিএস) যোগদান করেন। তিনি অস্ট্রিয়া দূতাবাস ও স্থায়ী মিশনে যোগদানের পূর্বে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবেও দায়িত্ব পালন করেন। তার চাচাতো ভাই মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, আমাদের পরিবারের সদস্য সার্কের মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান সংস্থার পরিচালক পদে নিযুক্ত হওয়ায় আমরা গর্বিত। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে তার নতুন কর্মস্থলে যোগদানের জন্য খুব শীগ্রই ভিয়েনা ত্যাগ করবেন তানভীর। নেপাল বর্তমানে সার্কের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছে। তানভীর আহমেদ তরফদার অস্ট্রিয়ায় বাংলাদেশি কমিউনিটির সকলের কাছে একজন অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর হিসাবে পরিচিত।বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে তানভীর আহমেদের সাথে বিদায়ী সাক্ষাত করেন অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর
ইন চীফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান।
এই সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক), ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক এবং যুক্তরাজ্য (UK ) থেকে সম্প্রচারিত জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল TV ONE SKY NEWS 781 এর অস্ট্রিয়া প্রতিনিধি৷ কবির আহমেদ।তানভীর বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনেকিছুদিন চার্জ দ্য এফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) হিসাবে দায়িত্ব পালন করেন।