কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) চট্টগ্রাম নগরীর চকবাজারের একটি রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
সংগঠনের সভাপতি শামসের তাবরিজ চৌধুরী বলেন, “প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘ইফতার ও দোয়া’ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে যারা উপস্থিত হয়েছেন বড় ভাই, আপু ও অনুজ ভাইবোন সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।”