শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় ইজিপিপি কর্মসূচির নাম কর্তন ও অর্থ বানিজ্য নিয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডলসহ পরিষদের বেশকিছু সদস্যের নাম উল্লেখ্য করে পরিকল্পিত সংবাদ সম্মেলন করেন ১৭ জন কর্মসূচির শ্রমিক।
সংবাদ সম্মেলনে শ্রমিকরা দাবি তোলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল তাদের নিকট থেকে অর্থ চেয়েছিলেন, অর্থ না দেয়ায় তাদের নাম কর্তন করা হয়েছে মর্মে সংবাদ সম্মেলন করেন শ্রমিকরা।
গত বুধবার চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডলের সাথে দৈনিক জনবাণীর কথা হলে, তিনি বলেন ফাইনাল তালিকা প্রকাশ পেলেই বেড়িয়ে আসবে আসল ঘটনা, শ্রমিকদের পূঁজি করে, একটি চক্র সম্মানিত ব্যক্তির সম্মান ক্ষুন্ন করার চেষ্টা চাচ্ছে। তিনি আরও জানান, সরকারি নির্দেশনার বাহিরে পরিষদের হাত বাড়ার সুযোগ নেই।
হতদরিদ্রদের জন্য কর্মসৃজন (ইজিপিপি) তালিকায় নতুন করে নির্দেশনা এসেছে, ৬০ বয়সের অধীক ব্যক্তি, কাজে অপারগতা ব্যক্তি, এলাকার বাহিরে পরিবারসহ বসবাস করা ব্যক্তি, কর্মসূচির আওতায় থাকতে পারবেনা মর্মে নির্দেশনা আছে, আমরা নির্দেশনা ফলো করে তালিকা পাঠিয়েছি।
পরিষদের কেউ ব্যক্তিগত ভাবে কাউকে বাতিল করার ক্ষমতা রাখেনা। এই সংবাদ সম্মেলনের পিছনে অসাধু চক্রের হাত আছে বলে দাবি করেন চেয়ারম্যানসহ বেশ কিছু ইউপি সদস্য।