রুশাইদ আহমেদ, বেরোবি:
রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল বলেছেন, যুক্তি ও চিন্তার বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য সর্বোত্তম ক্ষেত্র হলো বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোনো ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১১ জুলাই) সকালে শহিদ আবু সাঈদ স্মরণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) “অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে, একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী।
উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করে আমরা আজ এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সূচনা করেছি, যা যুক্তিবাদী মননের এক উজ্জ্বল অনুশীলন। আবু সাঈদ সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে তাঁর আদর্শ মোতাবেক তরুণ প্রজন্মকে ন্যায্যতা, যুক্তি এবং মানবিকতার পথে এগিয়ে চলার আহ্বানও জানান তিনি।
শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। বিতর্ক প্রতিযোগিতাটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের ট্যাপ রাউন্ড থেকে অর্থনীতি, রসায়ন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান ও লোকপ্রশাসন বিভাগের বিতার্কিক দলগুলো কোয়ার্টার ফাইনালে লড়াইয়র জন্য কোয়ালিফাই করে।