মোঃ জাহিদুল ইসলাম, (বরিশাল) প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলা ভুমি অফিসের আয়োজনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভুমি মেলা ২০২৫। উপজেলা ভুমি অফিস প্রাঙ্গনে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত মেলা চলবে। এই ভুমি মেলা থেকে ভুমি মালিকেরা সরাসরি ভুমি সংক্রান্ত সকল সেবা গ্রহন করতে পারবে।
২৫/৫/২০২৫ ইং রবিবার বেলা ৩ টায় ভুমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এবং সহকারী কমিশনার (ভুমি) তন্ময় হালদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দীন জমাদ্দার,সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোঃ ফিরোজ আলম, ইসলামী আন্দোলন সভাপতি মোঃ নাসির উদ্দীন রোকন ডাকুয়া। মেলায় ভুমি মালিকেরা যে সকল সুবিধা পাবেন। ভুমি উন্নয়ন কর প্রদান, ই নাম জারি আবেদন, চান্দিনা ভিটা নবায়নের আবেদন ই পর্চা উত্তোলন
সরাসরি সেবা ও পরামর্শ প্রদান।
মেলার শেষ দিন ২৭ মে ২০২৫ মঙ্গলবার সকাল ১০ টায় ভুমি মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্নাট্য র্যালী বের হবে। এবং ১০. ৩০ মিনিটে হবে ভুমি উন্নয়ন কর প্রদানের জন্য নিবন্ধন বিষয়ক প্রেজেন্টেশন।
উপজেলা ভুমি অফিস থেকে সকল নাগরিককে মেলায় উপস্থিত থেকে ভুমি সংক্রান্ত সেবা গ্রহনের জন্য আহবান জানান হয়েছে।