নিজস্ব প্রতিবেদক, খুলনা:
জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ উপলক্ষে “জীবনের জন্য সড়ক” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার শিরোমনি এলাকায় গণ সেবা সংস্থা‘র উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৮ মে) দুপুর ২টায় শিরোমনি বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে পথচারী, চালক ও পরিবহন শ্রমিকদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং সড়ক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাসীন বিশ্বাস, গণ সেবা সংস্থার সভাপতি আকলিমা খাতুন, সহ-সভাপতি মাসুমবিল্লাহ, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. লুৎফর রহমান লিটন.
এছাড়াও সংস্থার কার্যনির্বাহী সদস্য মরিয়ম খাতুন, ফরিদা ইয়াসমিন, মো. বাচ্চু শেখ, সাগর শেখ, মো. মহিবুল্লাহ, হুমায়ুন, শেখ কালামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক আইন মেনে চলার বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রয়াসেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।”