Shah Alam Jahangir
Comilla Correspondent
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবিতে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে গতকাল সোমবার সকাল দশটায় হোমনা উপজেলার সর্বস্তরের জণগণের অংশগ্রহনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজার হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকা-হোমনা সড়কে অবস্থান কর্মসূচী পালন করে। এতে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জণগণ বিক্ষোভ করেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারী জনতা ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবি ও গণহত্যার প্রতিবাদ এবং সারাবিশ্বের হরতালের সমর্থন ও ইসরাইল পণ্য বয়কটের আহবান জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা পশ্চিম জেলার ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা তাইজুল ইসলাম, হোমনা উপজেলা শাখার জামায়াতে ইসলামির নির্বাচন ও প্রশাসনিক বিভাগের কর্মপরিষদ সদস্য কাজী ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ইউসুফ, মো.ইউনুছ ও মো. রিয়াজুল হক প্রমুখ।