মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফ চাল বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় লুটপাট ঠেকাতে গিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নুর আলমসহ কয়েকজন আহত হন।
বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ইউনিয়ন পরিষদে চাল বিতরণের শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাল বিতরণের শেষ মুহূর্তে উত্তেজিত একদল লোক গুদামের সামনে ভিড় জমায় এবং হঠাৎ গুদামে ঢুকে চালের বস্তা লুট করে নিয়ে যায়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, চাল বিতরণের সময় আনুমানিক ২০-৩০ বস্তা (প্রতিবস্তা ৩০ কেজি) চাল বাকি থাকতে কিছু লোক টোকেন ছাড়াই চাল নিতে জোরাজুরি করে। পরে তারা গুদামের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং চাল লুট করে নিয়ে যায়।
উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহমেদ জানান, সরকারের বরাদ্দ অনুযায়ী, ৪ হাজার ৭৮টি দুস্থ পরিবারের জন্য মোট ৪০ দশমিক ৭৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার (১৮ মার্চ) টোকেন বিতরণ করা হয় এবং বুধবার সকাল থেকে টোকেনধারীদের মাঝে চাল বিতরণ শুরু হয়। তিনি অভিযোগ করে বলেন, “উদাখালী ইউনিয়ন বিএনপি সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আনিসুল রহমান চালের ভাগ চেয়েছিল। তাদের দাবিকৃত চাল না দেওয়ায় তারা লোকজনকে উত্তেজিত করে গুদামে হামলা চালায় এবং লুটপাটের ঘটনা ঘটায়।”
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদারকি কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে, যা পাওয়ার পর লুট হওয়া চালের হিসাব জানা যাবে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।