Sylhet
ভারতীয় চল্লিশ কেজি (০১ মণ) গাঁজা জব্দ করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ।
অন্যত্র বিক্রয়ের নিজ হেফাজতে গ্াজার চালান মজুদ রাখার অভিযোগে অঞ্জনা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।]
অঞ্জনা জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের ইয়াছিন মিয়ার স্ত্রী।
শনিবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া অফিসার জানান,শনিবার দুপুরে জামালগঞ্জ থানা পুলিশ নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিত্বে সাচনা বাজারের রামনগর গ্রামে মৃত মন্তাজ আলীর ছেলে ইয়াছিন মিয়ার বসতঘরে তল্লাশী চালায়। তল্লাশীকালে অন্যত্র বিক্রির জন্য বসতঘরে মজুদকৃত ২০ কেজি ভারতীয় গ্াজা জব্দ করে পুলিশ। একই সময় গাজা ক্রয় বিক্রয়ের জড়িত থাকায় ইয়াছিনের স্ত্রী নারী মাদক কারবারি অঞ্জনাকে গ্রেফতার করে পুলিশ।
একই রাতে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে পেশাদার মাদক কারবারি হাফিজুর রহমানের বসতঘরে মজুদকৃত আরোও ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ। পুলিশী অভিযান আ্চ করতে পেরে হাফিজুর বসতবাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত গাজার মুল্য প্রায় ৬ লাখ টাকা।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ওই অভিযানে এসআই শামীম কবির, এসআই মাসুদ রানা, এএসআই মোঃ গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
-২৬-০৪-২৫
Trending
- বাবার রক্তাক্ত ইতিহাসের ভার সইতে না পেরে চলে গেলেন তিনি
- পুতিনের সদিচ্ছা নিয়ে ট্রাম্পের সংশয়: রোম বৈঠক কি বদলাবে যুদ্ধের গতিপথ?
- কোপা দেল রে ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে বার্সেলোনার শিরোপা উৎসব
- মুরাদনগরে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- হবিগঞ্জে ‘ভুয়া পুলিশ সুপার, ওসি’ চক্রের ৪ সদস্য গ্রেফতার
- শার্শায় ৬২ ক্যারেট অপরিপক্ক আম জব্দ, গভীর রাতে পুলিশের বিশেষ সুবিধায় মুক্ত
- হাওরে ধান কাটার যন্ত্র বিতরণ নিয়ে প্রতারণা
- ভারতীয় চল্লিশ কেজি গাঁজা জব্দ,নারী মাদক কারবারি গ্রেফতার