জাপানের টোকিও মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে লেজার সার্জারির সময় ঘটেছে এক অভাবনীয় দুর্ঘটনা। জরায়ুর সমস্যার কারণে অস্ত্রোপচারের জন্য ভর্তি হন প্রায় ৩০ বছর বয়সী এক নারী। কিন্তু সার্জারির একপর্যায়ে হঠাৎ রোগীর অন্ত্র থেকে নির্গত বায়ু লেজারের তাপে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত অপারেশন থিয়েটারের কাপড়ে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় রোগীর একটি পা।
এই অদ্ভুত ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অনেকেই এটিকে কার্টুন বা কল্পকাহিনির মতো বলে মন্তব্য করছেন। হাসপাতালের তদন্তে জানা গেছে, অপারেশন থিয়েটারের যন্ত্রপাতিতে কোনো সমস্যা ছিল না। মূলত রোগীর শরীর থেকে নির্গত গ্যাস এবং লেজারের বিকিরণের সম্মিলনেই আগুনের সূত্রপাত ঘটে। পরিবেশ এবং অস্ত্রোপচারের কাপড় আগুন ছড়ানোর পেছনে বড় ভূমিকা রাখে।
হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের চিকিৎসা পদ্ধতি ও সরঞ্জামে কোনো ত্রুটি ছিল না। তারা পুরো দায় চাপিয়েছে রোগীর অন্ত্রের গ্যাসের ওপর। মার্কিন চিকিৎসক ড. রবার্ট গ্ল্যাটার বলেন, ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। এমনকি অপারেশনের আগে ব্যবহৃত অ্যালকোহলভিত্তিক অ্যান্টিসেপটিক ভালোভাবে না শুকালে আগুন লাগতে পারে।
ঘটনাটি জানাজানি হতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে হাস্যরস ও ব্যঙ্গ। কেউ বলেছেন, এটা যেন কার্টুনের দৃশ্য, কেউ আবার বলেছেন—এটা হবে গল্প বলার মতো ঘটনা। তবে চিকিৎসাবিজ্ঞানীদের মতে, এই ঘটনা চিকিৎসা নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবার প্রয়োজনীয়তা তৈরি করেছে। কেননা প্রযুক্তি যত উন্নত হোক, মানবদেহের স্বাভাবিক ক্রিয়া সবসময় নিয়ন্ত্রণে আনা যায় না।