Md. Rezaul Haque Shakil, Brahmanpara:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যুব উন্নয়নের উদ্যোগে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং ভ্রাম্যমাণ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম।
এছাড়া কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষক আখেরুজ্জামান ও সহকারী প্রশিক্ষক শিমুল হোসেন সহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহনকারী যুব মহিলা ও যুবকগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন মো. রুহুল আমিন মিয়াজী, সামিয়া সুলতানা।
শেষে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং ভ্রাম্যমান প্রশিক্ষনে চারটি ব্যাচে ১০ জন করে অংশগ্রহনকারী ৪০ জন যুব মহিলা ও যুবকের হাতে সনদপত্র ও যাতায়াত ভাতা হিসেবে নগদ অর্থ তোলে দেওয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তী হয়।
জানা গেছে, “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণপাড়া উপজেলা যুব উন্নয়ন কার্যালয়।