ওমর ফারুক হৃদয়
“সবার আগে আমি মানুষ।”
এই বাক্যটি নিছক একটি বাগধারা নয়—এটাই আমার চিন্তার ভিত্তি, আমার পরিচয়। আমি বাংলাদেশি, আমি মুসলমান, কিন্তু আমার চেতনা অসাম্প্রদায়িক। আমার বিশ্বাস, মানবতা কোনো ধর্মের দেয়ালে বন্দি নয়। তাই আমি সব ধরনের ধর্মীয় মৌলবাদের বিরোধী।
ধর্ম নয়, মৌলবাদ আমার বিরোধিতা
আমি দীর্ঘদিন ধরে ইসলামি মৌলবাদের বিরুদ্ধে লিখে আসছি। যখন দেখেছি কারো হাতে ছুরি, পেছনে ধর্মের পতাকা—তখন কলম থামাতে পারিনি। লিখেছি, প্রশ্ন তুলেছি।
আজ, সেই একই যুক্তি থেকে, লিখছি হিন্দুত্ববাদের বিরুদ্ধে।
হিন্দুত্ববাদ ≠ হিন্দুধর্ম
প্রথমেই পরিষ্কার করে বলা দরকার—হিন্দুত্ববাদ ও হিন্দুধর্ম এক নয়।
- হিন্দুধর্ম: একটি প্রাচীন, বৈচিত্র্যময় ধর্মীয় ও দার্শনিক ব্যবস্থা। এখানে উপনিষদ, যুক্তি, দর্শন ও সহনশীলতা সহাবস্থান করে।
- হিন্দুত্ববাদ: একটি রাজনৈতিক মতবাদ, যা ধর্মকে হাতিয়ার করে সংখ্যাগরিষ্ঠতাবাদের রাজনীতি করে।
এই হিন্দুত্ববাদ আজকের ভারতের বহু বিভাজনমূলক ঘটনার পেছনে:
- CAA ও NRC-এর মাধ্যমে মুসলিমদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা
- গোরক্ষার নামে গণপিটুনি ও হত্যা
- ‘লাভ জিহাদ’ বলে আন্তঃধর্ম প্রেমকে অপরাধ হিসেবে চিহ্নিত করা
- ‘ঘর ওয়াপসি’ নামক বিশ্বাস-বদলের চাপ
এইসব নিছক কিছু উগ্র গোষ্ঠীর কাজ নয়—এর পেছনে অনেক সময় রাষ্ট্রের নীরবতা, পুলিশের নিষ্ক্রিয়তা এবং মিডিয়ার প্রোপাগান্ডা জড়িত।
মৌলবাদ—ধর্ম নির্বিশেষে একই রকম ভয়ংকর
যখন কেউ বলে—“শুধু আমার ধর্মই সত্য,” তখনই সে মৌলবাদের পথে হাঁটে। সে মুসলিম হোক বা হিন্দু, বৌদ্ধ হোক বা খ্রিস্টান।
সব মৌলবাদীর উদ্দেশ্য এক—
- ভিন্নমতের কণ্ঠরোধ
- ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ
- নারীদের চলার পথ সংকুচিত করা
- সংখ্যালঘুদের প্রান্তে ঠেলে দেওয়া
আমি মুসলিম হয়েও বারবার ইসলামপন্থী মৌলবাদীদের বিরুদ্ধে লিখেছি। আজ লিখছি হিন্দুত্ববাদের বিরুদ্ধেও—কারণ আমি ধর্ম দিয়ে নয়, চিন্তা দিয়ে বিচার করি।
আজকের ভারত: ধর্মীয় ঘেরাটোপে ঘেরা গণতন্ত্র
ভারতের সংবিধান, বিজ্ঞানচর্চা, ইতিহাস সবকিছুতেই ঢুকে পড়েছে হিন্দুত্ববাদের একক দৃষ্টিভঙ্গি।
- পাঠ্যবইয়ে পৌরাণিক কাহিনি,
- প্রেমে ধর্মীয় নজরদারি,
- আদালতের নীরবতা,
- এবং সংখ্যালঘুদের প্রতি নিরব সহিংসতা—
সব মিলিয়ে একটি বিপজ্জনক সমাজব্যবস্থা তৈরি হচ্ছে।
এ সমাজে কেউই নিরাপদ নয়—মুসলিম, দলিত, খ্রিস্টান, এমনকি মতপ্রকাশকারী হিন্দুও নয়।
নীরবতা মানেই প্রশ্রয়
যখন ঘৃণা প্রচারিত হয়, তখন চুপ করে থাকাও এক ধরনের সমর্থন। একজন কলমচি হিসেবে আমার দায়িত্ব প্রশ্ন তোলা। তাই আমি লিখি, এবং লিখে যাব—
- যেখানে প্রেমকে ‘জিহাদ’ বলা হয়
- যেখানে গরুর চেয়ে মানুষের জীবনের মূল্য কম
- যেখানে ভালোবাসা, বিশ্বাস, মতামত সবই নিয়ন্ত্রিত হয় ধর্মের মোড়কে
Last words
আমি একজন বাংলাদেশি মুসলিম। আমি বিশ্বাস করি, ধর্ম নয়—মানবতা হোক সমাজের ভিত্তি।
এই লেখা কোনো ধর্মের বিরুদ্ধে নয়—এটি ধর্মের নামে ঘৃণা, সহিংসতা ও রাজনীতির বিরুদ্ধে।
আমি মানবতার পক্ষে। তাই আমি মৌলবাদের বিরুদ্ধে।
লেখক পরিচিতি
ওমর ফারুক হৃদয় একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সাংবাদিক। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত। প্রবাসজীবন, অসাম্প্রদায়িকতা ও রাজনৈতিক মৌলবাদের বিরুদ্ধে তিনি নিয়মিত লেখালেখি করেন।