Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে শেষ বেলায় অংশ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রশ্নের উত্তরও দেন। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সহযোগিতায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ওই কর্মশালার আয়োজন করে। সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হওয়া এ কর্মশালা চলে সন্ধ্যা পর্যন্ত।
উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন। প্রধান আলোচক হিসেবে ৩১ দফার উপরে আলোচনা করেন, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। কর্মশালায় ৩১ দফা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে কর্মশালা শুরু হয়।
প্রধান অতিথি তারেক রহমান বলেন, আওয়ামীলীগ বিগত ১৫-১৬ বছরে গােটা জাতিকে বিভক্ত করে রেখেছিল। আমরা জাতিকে বিভক্ত করতে চাইনা। জাতি ধর্ম বর্ণ আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, তিস্তা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আমরা তা করতে চাইনা। আগামিতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যা সমাধানে কাজ করা হবে। আর এটি হলে অত্রাঞ্চলের প্রায় তিন কোটি মানুষ সবদিক থেকে উপকৃত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সকলকে নেতৃবৃন্দ সম্বোধন করে বলেন, রাষ্টকাঠামো মেরামতে দলের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হলে দলের সকলকে একসাথে কাজ করতে হবে। তবেই একটি সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র গঠন সম্ভব হবে। তিনি বলেন, জনগনের সহযোগিতায় শুধু উত্তরাঞ্চল নয়, বিএনপি সারাদেশে উন্নয়নে কাজ করবে।
এতে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান তালুকদার খোকন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রেহেনা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় সদস্য রওনাকুল ইসলাম শ্রাবন ও সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।
কর্মশালায় তারেক রহমানকে ভার্চুয়ালি দেখাসহ তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আওতায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ছাড়াও যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবি দল, তাঁতীদল, মহিলা দল, শ্রমিক দল, জাসাসের প্রায় দুই হাজারের বেশী নেতাকর্মী অংশ নেন।