Barisal Correspondent:
চাকুরীতে অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন নার্স নিয়োগ, ডিপ্লোমা নার্সদের ডিগ্রী সমমান প্রদানের দাবিতে সাড়া বাংলাদেশে নার্সরা আন্দোলন করছে।
সাড়া বাংলাদেশের ন্যায় বরিশালেও আন্দোলন করছে ডিপ্লোমা নার্সরা,। এবং এ-উপলক্ষ্যে আজ ডিপ্লোমা নার্স রা কমপ্লিট শাট ডাউনের মত কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে আজ ৬/৫/২০২৫ ইং মঙ্গলবার সকালে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা গেটে তালা দিয়ে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন করে।
তাদের এই শান্তি পূর্ণ কর্মসূচিতে হামলা করে ব্যানার ছিড়ে ফেলে বিএসসি নার্স রা। এ সময় আন্দোলনকারী চার জন ডিপ্লোমা নার্স আহত হয়।
এরপরই হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ডিপ্লোমা নার্সরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রত ঘটনা স্হানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
Md. Zahidul Islam