Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় প্রশ্নপত্রের উত্তর ব্ল্যাকবোর্ড ও খাতায় লিখে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৪ মে,ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষাকালে। ভিডিওতে দেখা যায়, শিক্ষকরা ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দিচ্ছেন এবং মুখে বলে দিচ্ছেন। একই সঙ্গে পরীক্ষার কক্ষে অভিভাবকরাও প্রবেশ করে শিক্ষার্থীদের খাতায় উত্তর লিখে দিচ্ছেন।
এই দৃশ্য এক অভিভাবক ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি রোববার (১৭ মে) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা উপজেলা শিক্ষা কর্মকর্তার নজরে আসে।
জুড়ী উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাস চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,“ভিডিওটি আমাদের নজরে এসেছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।”
তিনি আরও বলেন,“শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা রক্ষা এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মনিটরিং আরও জোরদার করা হবে।”
জানা গেছে,উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ মে থেকে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়। তবে চম্পকলতা বিদ্যালয়ে পরীক্ষার শুরু থেকেই প্রশ্নের উত্তর বোর্ডে লিখে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের একাংশও ক্ষুব্ধ।
এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান,মূল্যায়ন প্রক্রিয়া ও নৈতিকতার অবস্থান নিয়ে।