International Desk:
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্বীকার করেছেন, পাকিস্তান তিন দশক ধরে কিছু ‘সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা ও অর্থায়ন’ করে আসছে।
ভারতের সংবাদমাধ্যম ডব্লিউআইওনিউজ (wionews)-এর প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজকে আসিফ বলেন, ‘আমরা প্রায় তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জন্য, যার মধ্যে ব্রিটেনও অন্তর্ভুক্ত, এই নোংরা কাজটি করে আসছি।
এটি একটি ভুল ছিল এবং আমরা এর জন্য ভুগছি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের উপস্থাপক ইয়ালদা হাকিম প্রশ্ন করেন, ‘সশস্ত্র সংগঠনগুলোকে তো অর্থ ও প্রশিক্ষণ দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের?’ এ প্রশ্নের জবাবে আসিফ ওই মন্তব্য করেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি পাকিস্তান ‘সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরবর্তীতে ৯/১১-এর পরে মার্কিন যুদ্ধে যোগ না দিত, তাহলে পাকিস্তানের ইতিহাস থাকত এক অনবদ্য।’