আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্রসৈকত এবার পেল এক নতুন পরিচয়। দীর্ঘদিন ধরে পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে থাকা দীঘা এবার হয়ে উঠলো আধ্যাত্মিকতার কেন্দ্রও। দীঘার বুকে প্রতিষ্ঠিত হলো জগন্নাথ দেবের মন্দির, যা আজ আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘটনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
গতকাল থেকেই দীঘায় উৎসবের আবহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে দুই দিনের মহাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় রীতির মধ্যে দিয়ে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম পরিচালনা করছেন। তার সঙ্গে হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকা ও পরিচালক অরিন্দম শীল, অভিনেতা শ্রীকান্ত মহোতা,গায়ক রূপঙ্কর বাগচী ও ইমন চক্রবর্তী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।
বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ দেবের প্রতি তার গভীর ভক্তির কথা সবাই জানে। উড়িষ্যায় তার বিপুল জনপ্রিয়তা এবং উড়িয়া সিনেমায় তার অবদান আজও উজ্জ্বল। রচনা বলেন, “দীঘা আগে শুধুই এক পর্যটনস্থল ছিল, এখন এটা ধর্মীয় আবেগেরও স্থান হয়ে উঠলো। এই মন্দির শুধু দীঘার সৌন্দর্য বাড়াবে না, বরং আধ্যাত্মিক টানও তৈরি করবে। ইতিহাসের পাতায় আজকের দিনটি লেখা থাকবেই।”
জগন্নাথ দেবের মন্দির সাধারণত পুরীতে অবস্থিত থাকলেও,দীঘায় এই বিশাল মন্দির নির্মাণ এক নতুন দিগন্ত খুলে দিল। অনেকেই বলছেন, রামমন্দির প্রতিষ্ঠার পর এবার জগন্নাথধাম প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের ধর্মীয়-সাংস্কৃতিক দৃশ্যপটেও নতুন ইতিহাস সৃষ্টি করল।
সামাজিক দৃষ্টিকোণ থেকেও এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে। অনেকে বলছেন, দীঘার উন্নত অবকাঠামো এবং পর্যটনের সঙ্গে ধর্মীয় আবেগ যুক্ত হওয়ায় রাজ্যের আর্থ-সামাজিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।