এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা:
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় ২৭২ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এতে সীমান্তবর্তী এলাকায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে সাতক্ষীরার সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়িয়ে দেওয়া হয়, যা শুক্রবারও (৯ মে) অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. ক্যাপ্টেন মো. আশরাফুল হক।
সাতক্ষীরা জেলায় ৩৬ কিলোমিটার স্থল সীমান্তসহ ২৭২ কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে। এই বিস্তৃত সীমান্তের নিরাপত্তায় কাজ করছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), শ্যামনগরের নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) এবং রিভারাইন বিজিবির একটি কোম্পানি। বিজিবি সদস্যরা সীমান্তের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে, চালানো হচ্ছে নিয়মিত টহল ও নজরদারি।
লে. ক্যাপ্টেন আশরাফুল হক জানান, “ভারত-পাকিস্তান সংঘাতের জেরে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা জারি রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”
বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল বলেন, “ভারত-পাকিস্তানের বিরোধ অবাঞ্ছিত হলেও আমরা প্রস্তুত রয়েছি। সীমান্তে কোনো ধরনের উসকানিমূলক তৎপরতা দেখলে বিজিবিকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।”
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, “সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকেও গুরুত্ব দিয়ে মনিটর করা হচ্ছে।”
সীমান্তে টহল বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সন্দেহজনক কিছু দেখলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।