Monir Hossain, Benapole Correspondent:
যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান (৩০) নামের এক নৈশ প্রহরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান শার্শার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের বাসিন্দা এবং মাদ্রাসাটির দীর্ঘদিনের নৈশ প্রহরী ছিলেন।
মাদ্রাসার শিক্ষক ইদ্রিস আলী ও শিক্ষার্থীরা জানান, নিচতলার একটি শ্রেণিকক্ষে নষ্ট হয়ে যাওয়া সিলিং ফ্যান পরিবর্তনের সময় দুর্ঘটনাটি ঘটে। পুরনো ফ্যান খুলে নতুন ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে কাজ করছিলেন রাকিব। এ সময় হঠাৎ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাকিব হাসান মারা যান।
লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব দুঃখজনক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।