Satyajit Das (Moulvibazar Correspondent):
নির্বাচন নিয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,“জাতীয় নির্বাচন হবে কি হবে না,সেটা আমার দায়িত্ব না। নির্বাচন কমিশন আছে, তারা দেখবে। এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি শুধু চা শ্রমিকদের নিয়ে চিন্তা করি।”
শনিবার (১৭ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
চা শ্রমিকদের পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, “তাদের বেতন-ভাতা বর্তমানে যা রয়েছে তা মোটেও পর্যাপ্ত নয়। তবে,চায়ের বাজার পরিস্থিতিও এখন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বাগানে চা উৎপাদনের খরচের তুলনায় অকশনে কম দাম পাচ্ছেন মালিকরা। মালিকদের হাতে পর্যাপ্ত অর্থ না থাকলে শুধু চাপ দিয়ে মজুরি আদায় সম্ভব নয়।”
সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন; কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মোঃ ইমরুল মহসিন,শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ মামাদ আল আজাদ,
অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক,
মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইরাইল হোসেন,পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
মতবিনিময় সভায় চা বাগানভিত্তিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।