ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ফারাক্কা চুক্তি নবায়নের দাবি জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি বলেন, “আগামী বছর ফেব্রুয়ারি মাসে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই নবায়নের উদ্যোগ নিতে হবে।”
আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ভারতের সঙ্গে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান। একইসাথে তিনি ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিশ্চিত করার ওপর জোর দেন।
ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার আহ্বান
আলোচনায় প্রধান অতিথি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না Said,
“দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ভারতকে সন্তুষ্ট রাখতেই সব চুক্তি করেছে। এখন যারা ক্ষমতায় আছেন, ড. ইউনুস একজন সম্মানিত ও সাহসী মানুষ। তিনি ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সক্ষমতা রাখেন।”
তিনি আরও বলেন, “ভারত সব সময় বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করেছে। ফারাক্কা চুক্তি নবায়ন না করে তারা বাংলাদেশের জনগণের উপর অন্যায় চাপিয়ে দিতে পারে।”
“শক্তি ও শান্তি—দুটোই দরকার”: শামসুজ্জামান দুদু
বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু Said,
“মাওলানা ভাসানী বলে গিয়েছিলেন, পানির জন্য বিশ্বযুদ্ধ হতে পারে। ভারতের সঙ্গে পানির বিষয়টি আমাদের অস্তিত্বের প্রশ্ন। শক্তি ছাড়া শুধু শান্তি দিয়ে টিকে থাকা সম্ভব নয়।”
অন্যান্য বক্তারাও তুলে ধরেন জাতীয় স্বার্থের কথা
সভায় আরও বক্তব্য রাখেন:
- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু
- রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম
- ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম
- দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুল কাদের
- প্রেসিডিয়াম সদস্য পারভীন নাসির খান ভাসানী
- বাবুল বিশ্বাস Others.
সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু আরও বলেন, “মাওলানা ভাসানীর মতো দূরদর্শী নেতার আদর্শ বাস্তবায়ন করতে হলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে।”
Message sender:
মোঃ আব্দুল কাদের
প্রেসিডিয়াম সদস্য ও মুখপাত্র
ভাসানী জনশক্তি পার্টি