২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করেছেন আদালত। একইসাথে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় দেন। আদালত সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্বাচিত হওয়ার গেজেট বাতিল করে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন।
রায়ের পর ইশরাক হোসেন আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের বলেন, “এটা হলো মূল বিজয়, আমরা ন্যায়বিচার পেয়েছি।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ যে ন্যায়বিচার পাবে, তার একটি ধারা শুরু হয়েছে।”
২০১৪ সালে নির্বাচনের সময় ইশরাক হোসেন ভোট কারচুপি, নির্বাচন অনিয়ম ও আইনগত অভিযোগ তুলে মামলা করেছিলেন। তার মতে, ওই নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছিল এবং তাদের প্রচারণার সময় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে মামলার পর ২০২০ সালের ৩ মার্চ ইশরাক হোসেন নির্বাচন ও ফলাফল বাতিলের জন্য আদালতে মামলা করেছিলেন।