বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি উল্লেখ করেন যে, জাতীয় সংকটময় মুহূর্তে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রেখেছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। সবসময় দেখেছি, জাতির দুঃসময়ে তারা এগিয়ে আসে।”
মির্জা ফখরুল আরও বলেন, “আপনারা সবাই ধৈর্য ধরবেন, ঐক্যবদ্ধ থাকবেন। দেশের সব মানুষকে আহ্বান জানাই, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, তর্ক-বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। জাতির ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি।”
তিনি সেনাবাহিনীর প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “সেনাবাহিনী কেন সহযোগিতা করবে না? অবশ্যই করবে। তারা আগেও নির্বাচনে সহযোগিতা করেছে, এখনও করবে।