জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী ৫ আগস্ট ছাত্র ও নাগরিকদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে। তিনি সেনাবাহিনীকে দেশের জনগণের পাশে থাকার আহ্বান জানান।
সোমবার (২৪ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এনসিপির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যে কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অংশ হলে পরবর্তী বাংলাদেশে আপনার অবস্থান থাকবে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তারা আমাদের শত্রু।”
তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “১০ জন ফেরাউনকেও একত্র করলে শেখ হাসিনার মতো জুলুমকারী পাওয়া যাবে না। ভোট ডাকাতি, গুম, খুনসহ আওয়ামী লীগের সব অপকর্মের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। দেশের মানুষকে সাথে নিয়ে সেগুলোকে জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”
কসবা উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. মনিরুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. আশরাফুল ইসলাম সুমন, সংগঠক জিহান মাহমুদসহ বিএনপি, জামায়াত, হেফাজত ইসলাম ও অন্যান্য দলের নেতাকর্মীরা।