নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টির সঙ্গে একমত পোষণ করেছে। দলটি বলছে, সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় এমন সুপারিশগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, তবে সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এনসিপি তাদের লিখিত মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেয়। পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, নতুন সংবিধানের জন্য গণপরিষদ দরকার—এ ধারণা সঠিক নয়। বিশ্বের বিভিন্ন দেশে সংবিধানের বড় পরিবর্তনের জন্য এ রকম পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তিনি থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডোমিনিকান প্রজাতন্ত্রের উদাহরণ তুলে ধরেন।
বিএনপি ইতোমধ্যে বলেছে, গণপরিষদ গঠনের প্রয়োজন নেই। তবে এনসিপির মতে, বর্তমান সংবিধান বাতিল করা দরকার। সারোয়ার তুষার জানান, জুলাই সনদ আসবে, যার মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এটিকে “সাংবিধানিক ক্যু” হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রই ছিল দেশের প্রথম সংবিধান, কিন্তু আওয়ামী লীগ তাদের দলীয় মূলনীতি সংবিধানে সংযোজন করেছে।