ঢাকা, ৭ মে ২০২৫ — পাকিস্তানের সীমান্ত ও পাকিস্তান-অধীকৃত কাশ্মীরে ভারতের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ায় উত্তেজনা চরমে পৌঁছেছে। এই হামলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এমন এক সময়েই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, “এটি এক লজ্জাজনক ঘটনা” (সূত্র: বিবিসি)।
ট্রাম্প আরও বলেন, “ভারত ও পাকিস্তান—এই দুই দেশের মধ্যে দ্বন্দ্বের ইতিহাস বহু পুরোনো। কিন্তু পরমাণু যুগে এই ধরনের সরাসরি হামলা বিশ্বের শান্তির জন্য মারাত্মক হুমকি।”
হামলার প্রেক্ষাপট
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি আধাসামরিক বাহিনীর কনভয়ে হামলার প্রতিশোধ নিতে তারা বিমান হামলা চালায়। হামলায় সীমান্তপারের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করা হয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “ভারতের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা উপযুক্ত জবাব দেব।” তিনি আরও বলেন, “মোদি সরকার রাজনৈতিক স্বার্থে পুরো অঞ্চলকে পরমাণু যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন।”
International reaction and concern
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব বলেন, “এই অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।”
বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া এই পরিস্থিতিকে আন্তর্জাতিকভাবে আরও বেশি নজরদারির আওতায় আনবে।