Lalmohammad Kibria:
‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২২ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শেরপুর জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।
এসময় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী হাসান সরাফতের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাম্মদ হাফিজা জেসমিন, সিভিল সার্জন প্রতিনিধি ডাক্তার নাহিদ কামাল কেয়া, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, ঘুঘুরাকান্দি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার প্রমুখ।
এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।