ফিলিস্তিনের হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার উত্তরে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দার আল-আর্কাম স্কুলটি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
গাজা সিটির উত্তর-পূর্ব তুফাহ এলাকায় অবস্থিত এই স্কুলে হামলার ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় একটি হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে মন্ত্রণালয়।
ইসরায়েলের বক্তব্য
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বলছে, তারা হামাসের একটি “কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার” লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে “গুরুত্বপূর্ণ সন্ত্রাসী” উপস্থিত ছিলেন। তবে তারা সরাসরি স্কুলের কথা উল্লেখ করেনি।
গাজার হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন।
গাজায় হামলা ও মানবিক সংকট
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৯৭ জন নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান জোরদার করছে এবং আরও বড় এলাকা দখল নেওয়ার পরিকল্পনা করছে।
আল-আহলি হাসপাতালের ভিডিও ফুটেজে দেখা গেছে, আহত শিশুদের গাড়ি ও ট্রাকে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
আইডিএফ দাবি করেছে, তারা বেসামরিক হতাহতের ক্ষতি কমানোর জন্য “বিভিন্ন পদক্ষেপ” নিয়েছে। তবে এই হামলার ফলে গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে।