Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) জানান,’ গতকাল বুধবার দুপুরে শুরু হওয়া আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়’।
প্রাথমিক অনুমান অনুযায়ী, আগুনে প্রায় দুই একর এলাকা পুড়ে গেছে। স্থানীয়রা জানান,প্রথমে হীড বাংলাদেশের পশ্চিম দিকের টিলা ভূমিতে আগুন লাগে এবং দ্রুত লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়ে। ফলে গাছপালা ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয়দের মতে,’আগুন লাগার পরপরই বনের প্রাণীরা আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি করতে থাকে।অনেক প্রাণী হয়তো প্রাণ হারিয়েছে,আর যারা বেঁচে গেছে, তারা তাদের আবাসস্থল হারিয়েছে। পুড়ে গেছে অসংখ্য গাছ, লতাপাতা ও বনজ সম্পদ’।
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম জানান,’আগুন হীড বাংলাদেশের টিলা ভূমি থেকে শুরু হয়ে লাউয়াছড়া বনের প্রায় এক একর এলাকায় ছড়িয়ে পড়ে। বনকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে,তা এখনও নিশ্চিত হওয়া যায়নি’।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একই এলাকায় রাবার বাগানেও আগুন লাগে,’ তবে চা শ্রমিকদের তৎপরতায় দ্রুত তা নিভিয়ে ফেলা সম্ভব হয়’।
স্থানীয় বাসিন্দারা দাবি করছেন,’কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে বনভূমিতে আগুন লাগিয়েছে বা পর্যটকদের মধ্যে কেউ বিড়ি-সিগারেট খেয়ে ফেলেছে। তারা এর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন,যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়’।