হাত-পা ছাড়া জন্ম নিয়েও জীবনযুদ্ধে হার মানেনি লিতুন জিরা। যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের এই মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছেন। গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন লিতুন। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর জানা যায়, তার কৃতিত্বপূর্ণ সাফল্য।
লিতুনের বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে সে ছোট। বড় ভাই পড়াশোনা করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। জন্ম থেকেই হাত-পা নেই লিতুনের, কিন্তু তাতেই থেমে থাকেনি তার স্বপ্ন। মুখ দিয়ে কলম ধরে লেখালেখি, নিয়মিত ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ—সবই করেছে অদম্য ইচ্ছাশক্তিতে।
পিইসি ও জেএসসিতে ভালো ফলের পাশাপাশি প্রাথমিক পর্যায়ে বৃত্তিও পেয়েছিল লিতুন। শ্রেণির সেরা শিক্ষার্থীর স্বীকৃতি তো ছিলই, সেই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনেও রেখেছে চমকপ্রদ উপস্থিতি।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জানায়, সে চিকিৎসক হতে চায় এবং মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। তার সাফল্যে শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি।
লিতুনের এই গল্প কেবল একজন শিক্ষার্থীর সাফল্য নয়—এটি হাজারো প্রতিবন্ধকতা জয় করার এক উদাহরণ, এক প্রেরণা।