Monir Hossain, Benapole Correspondent:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো বেনাপোল কাস্টমস হাউজেও দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে ‘কলম বিরতি’।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কাস্টমস হাউজে কোনো ধরনের কাজ হয়নি। মূল ফটকে কলম বিরতির ব্যানার টাঙানো হয় এবং অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন। যদিও দু-একজন উপস্থিত ছিলেন, তারাও কোনো কাজ করেননি। তবে দুপুর ১টার পর থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
তবে কলম বিরতির মধ্যেও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ও চেকপোস্টে আন্তর্জাতিক যাত্রীসেবা স্বাভাবিক ছিল। কাস্টমস হাউজ থেকে নতুন কোনো পণ্যের আইজিএম (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্টো) ইস্যু না হলেও, আগের ইস্যু করা আইজিএম অনুযায়ী পণ্য খালাস কার্যক্রম চালু ছিল। দুপুর ১টার পর থেকে নতুন আইজিএম ইস্যুও শুরু হয়।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, “সকাল ১০টা থেকে হাউজে কোনো ফাইল প্রসেস হয়নি। তবে দুপুরের পর কাস্টমস কাজ শুরু করেছে এবং বিকেল ৫টা পর্যন্ত কাজ চলবে বলে জানিয়েছে।”
এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রাজন হোসেন বলেন, “এনবিআরের প্রণীত অধ্যাদেশটি বাতিলের দাবি জানিয়ে আমরা কলম বিরতিতে অংশ নিয়েছি। এনবিআর উপদেষ্টা কমিটির সংস্কার প্রতিবেদন এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি এবং সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে আলোচনাও হয়নি। এনবিআরকে ভেঙে দুটি আলাদা বিভাগে বিভক্ত করার কারণে জটিলতা তৈরি হয়েছে, যা আমাদের গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও জানান, দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আগামী শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফের কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।