বাংলা এফএম নিউজ ডেস্ক:
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৫.৮০ বিলিয়ন মার্কিন ডলার or ২ হাজার ৫৮০ কোটি ডলার.
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গাইডলাইন অনুযায়ী, অর্থাৎ বিপিএম৬ মানদণ্ড অনুসারে রিজার্ভের পরিমাণ ২০.৫৬ বিলিয়ন ডলার.
এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫.৬৪ বিলিয়ন ডলার, আর বিপিএম৬ অনুযায়ী ছিল ২০.২৭ বিলিয়ন ডলার। এতে বোঝা যায়, স্বল্প সময়ের ব্যবধানে রিজার্ভে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি। তার আশা, আগামী জুন মাসে এটি ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তিনি বলেন, “রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নিতে চাইলে সময় ও কাঠামোগত প্রস্তুতি প্রয়োজন। এজন্য ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে হবে।”
এদিকে চলতি মে মাসেও রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মাসের প্রথম ২৪ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.২৫ বিলিয়ন ডলার or ২২৪ কোটি ৬০ লাখ ডলার, যা প্রতিদিন গড়ে ৯ কোটি ৩৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এ অর্থের পরিমাণ ২৭ হাজার ৪০১ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
প্রবৃদ্ধির এই ধারায় পুরো মাস শেষে দেশের প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।