বাংলাদেশের ব্যাংক খাতে বর্তমানে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে তিন লাখ কোটি টাকা, যার মধ্যে ৭২ শতাংশই আটকে আছে ১১টি বৃহৎ শিল্প গ্রুপের কাছে। এসব গ্রুপের মধ্যে কিছু ঋণ পাচার হওয়ায় সেগুলি আদায় অযোগ্য ঋণে পরিণত হয়েছে
প্রতিবেদনে বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপের নামে-বেনামে নেয়া ৫০ হাজার কোটি টাকা ঋণের মধ্যে ৫৩ হাজার কোটি টাকার খেলাপি ঋণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া, এস আলম গ্রুপের ২ লাখ ২৫ হাজার কোটি টাকার ঋণের মধ্যে ১ লাখ ৫০ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়ে গেছে।
এছাড়া, সিকদার গ্রুপ, নাবিল গ্রুপ, নাসা গ্রুপ, আরামিট গ্রুপসহ আরও কিছু বড় শিল্প গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ বিপুল। এসব ঋণের মধ্যে অনেকেই জালিয়াতি করেছেন, যার ফলে ঋণ পুনরুদ্ধার অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
জনতা ব্যাংক থেকে ঋণ কেলেংকারির মাধ্যমে নেয়া এননটেক্স গ্রুপের ৭৭৫৫ কোটি টাকা এবং ক্রিসেন্ট লেদারের ৫ হাজার কোটি টাকা ঋণও এখন খেলাপি হয়ে পড়েছে। এই পরিস্থিতি দেশের ব্যাংক খাতকে আরও দুর্বল করে তুলছে এবং ঋণ পুনরুদ্ধারের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে।