সালাম মাহমুদ:
যুক্তরাষ্ট্রের বিখ্যাত টেম্পল ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ ফার্মাসি (PharmD) ডিগ্রি অর্জনের পাশাপাশি ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান মেধাবী শিক্ষার্থী সারা উদ্দিন। শুধু তাই নয়, তিনি একাডেমিক ও লিডারশিপের জন্য সম্মানসূচক ৮টি পুরস্কারে ভূষিত হয়েছেন।
সারার এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবার নয়, পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। বর্তমানে তিনি জনসন অ্যান্ড জনসন কোম্পানিতে অনকোলজি বিষয়ক পোস্ট-ডক্টরাল ফেলোশিপে নির্বাচিত হয়েছেন, যা তার গবেষণাকর্মে নতুন দিগন্ত খুলে দিয়েছে।
কমিউনিটির গর্ব ও ভবিষ্যতের অনুপ্রেরণা
সারা উদ্দিনের এই অনন্য অর্জন প্রমাণ করে—দৃঢ় ইচ্ছা, অধ্যবসায় ও পরিবারের সহায়তা থাকলে সাফল্য সম্ভব। তার মা-বাবার অবিচল সমর্থন এবং প্রেরণাই ছিল সারার এই সাফল্যের মূল চালিকাশক্তি। আমরা তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
এই সাফল্য প্রমাণ করে, নতুন প্রজন্মের বাংলাদেশিরা শুধু নিজেদের নয়, পুরো জাতির মুখ উজ্জ্বল করতে সক্ষম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত।
সম্মাননা ও আমন্ত্রণ
বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভানিয়া (BACFP) সারাকে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্র্যাজুয়েশন সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে, যেখানে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।
পারিবারিক প্রেক্ষাপট
উল্লেখ্য, সারা উদ্দিন হলেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী, নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং FBCCI‘র স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্সের কো-চেয়ারম্যান ড. মো. সাদী-উজ-জামান এর আপন মামাতো বোন।