Faridpur District Representative:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সরকারি অনুমোদন ছাড়া ভেকু মেশিন দিয়ে ফসলি জমি কাটার সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি ভেকু মেশিনও জব্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চরভদ্রাসন থানার এসআই মোঃ মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার বালিয়াডাঙ্গী (হিন্দু) সাকিনস্থ জনৈক শহিদ শিকদারের বাড়ির সংলগ্ন পাকা রাস্তা হইতে পশ্চিম দিকে প্রায় ২০০ গজ দূরের একটি ফসলি জমিতে একদল ব্যক্তি ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটছে।
খবর পেয়ে এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় পুলিশ সদস্য মোঃ লিটু শেখ, মোঃ আসাদ উজ জামান ও মোঃ উজ্জ্বল হোসেনসহ রাত ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলো:১। হায়দার খান (৪৫), পিতা: মৃত মোয়াজ্জেম খান, গ্রাম বি.এস.ডাঙ্গী পশ্চিমপাড়া, থানা: চরভদ্রাসন, জেলা: ফরিদপুর।
২। মোঃ মলিন পাল (১৯), পিতা: মোঃ মছের পাল, গ্রাম হরনিডাঙ্গা (রতনদিয়া ইউনিয়ন), থানা: কালুখালী, জেলা: রাজবাড়ী। বর্তমানে অবস্থান করছে হায়দার খানের বাড়িতে।
রাত ২টা ৪০ মিনিটে পুলিশ ঘটনাস্থল থেকে ভেকু মেশিনটি জব্দ করে এবং উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সরকারী অনুমতি ছাড়াই ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”