বিশেষ প্রতিবেদক, চাইথোয়াইমং মারমা:
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া গ্রামের ছাত্র উক্য চিং মারমা। বর্তমানে সে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
উক্য চিং মারমা মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার পিতা উসাইমং মারমা বাঙালহালিয়া কলেজ পাড়ার বাসিন্দা এবং রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত।
ছেলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে উসাইমং মারমা বলেন, “আমার ছেলে এখন মৃত্যুর সাথে লড়ছে। সকলের কাছে অনুরোধ, দোয়া করুন যেন সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে।”
উক্য চিংয়ের মাসি নেলী মারমা গণমাধ্যমকে জানান, “তার অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে কিছু বলা যাচ্ছে না।”
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে, যার মধ্যে অন্যতম উক্য চিং মারমা।