Representative of Bidhan Mandal (Faridpur):
ফরিদপুরের সালথায় স্থানীয় জমিজমার ঝামেলা নিয়ে তিন বছর ধরে বন্ধ রয়েছে নটখোলা হযরত আয়েশা সিদ্দিকী (রাঃ) মহিলা মাদ্রাসা। আজ সোমবার (২১ জুলাই) সকালে মাদ্রাসার টিনের ব্যাড়া খুলে ফেলে স্থানীয় কাশেম মোল্যা নামে এক ব্যক্তি।
স্থানীয়রা জানান, নটখোলা মহিলা মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম এর সাথে কাশেদ মোল্যার জমি নিয়ে ঝামেলা চলে আসছে অনেকদিন যাবত। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসারও চেষ্টা করা হয়েছে, কিন্তু মিমাংসা হয় না। মাদ্রাসাটি চালু হলে মেয়েদের লেখাপড়ার জন্য ভালো হতো।
নটখোলা হযরত আয়েশা সিদ্দিকী (রাঃ) মহিলা মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার মাদ্রাসার জায়গা জোর করে দখল করেছিলো কাশেদ মোল্যা। আমি উপজেলায় অভিযোগ করলে সার্ভেয়ার এসে আমার জমি মেপে দিলে মাদ্রাসার জায়গার সীমানা পর্যন্ত টিনের বেড়া দেওয়া হয়। আজকে সোমবার কাশেদ মোল্যা আমার মাদ্রাসার সেই টিনের বেড়া ভেঙ্গে ফেলে আবার দখল দেওয়ার চেষ্টা করছে। এসব ঝামেলার কারণে আজ তিনবছর ধরে মাদ্রাসা বন্ধ রয়েছে। ভয়ে কেউ আসতে চায় না। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এবিষয়ে কাশেদ মোল্যার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে কাশেদ মোল্যার স্ত্রী মিনু বেগম বলেন, আমাদের জমি দখল করে মাদ্রাসা করেছে। আমাদের জায়গা ছেড়ে দিলেই হবে। আমরা তার মাদ্রাসা বন্ধ করি নাই। করোনার সময় থেকেই এমনি বন্ধ করে রেখেছে। মাদ্রাসা চালু হলে এলাকার জন্যই ভালো।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নটখোলা মহিলা মাদ্রাসার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।