Satkhira Correspondent:
সাতক্ষীরা জেলার সব থানায় অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় জেলার প্রতিটি থানায় একযোগে সব ধরনের অনলাইন জিডি চালু হয়। এর মাধ্যমে সাধারণ জনগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ বা সাধারণ ডায়েরি করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ও মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তির সহায়তায় সাধারণ মানুষকে আরও দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে থানায় গিয়ে সময় ও ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে বসে অনলাইন জিডি করতে পারবেন।
SM Habibul Hasan