Kapasia (Gazipur) Representative:
গাজীপুরের কাপাসিয়ায় ছুরিকাঘাতে আরিফ হোসেন (৩২) নামের এক স্কুল দপ্তরির মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর আনুমানিক বারোটার দিকে কীর্তনীয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন হিরনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন ভূঁইয়া কীর্তনীয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, কীর্তনীয়া স্কুলের সামনে হিরনের দোকানে অন্যান্যদের সাথে আড্ডা দিচ্ছিলেন আরিফ। এ সময় এক দুর্বৃত্ত এসে পেছন দিক দিয়ে আরিফকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক করে বেঁধে ফেলে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী আসাদুল্লাকে গ্রেফতার করে। এদিকে গুরুতর অবস্থায় আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। নিহত আরিফ হোসেন ভূঁইয়া উপজেলার বাড়িষাবো ইউনিয়নের কীর্তনীয়া গ্রামের পিতামৃত মালেক ভুইয়ার ছেলে। এ ঘটনায় অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান স্বজনরা। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানায়,পূর্ব বিরোধের জেরে ঘটে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় হত্যাকারী আসাদুল্লাহ একই গ্রামের মৃত ফাইজ উদ্দিনের ছেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।