আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে আগামী রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে।
শনিবার (১৯ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শোক পালন ও কালো ব্যাজ ধারণের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাজিদ আব্দুল্লাহ’র অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে রবিবার ১ দিন শোক পালন করা হবে এবং ঐদিন বাদ যোহর তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং সকলে কালো ব্যাজ ধারণ করবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পূর্বঘোষিত পরীক্ষাসমূহ যথা সময়েই হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহ’র ভাসমান লাশ দেখতে পাওয়া যায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।