হাবিবুর রহমান (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের গ্রাহক আনজুয়ারার মরণোত্তর বীমা দাবির চেক বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড বেবি ভিলায় যোনাল কার্যালয়ে চেকটি বিতরণ করা হয়।
পীরগাছা জোনাল ইনচার্জ মাওলানা মো. আব্দুল হাই এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী উন্নত, অনুন্নত দেশের মানুষ বীমার আওতাভূক্ত। কিন্তু কিছু বীমা কোম্পানির প্রতারণার ফলে সাধারণ মানুষ বীমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অন্যান্য কোম্পানির মতো ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স নিশ্চয়ই ভিন্ন। আমি আশা করব-আপনারা ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্সের পাশে থাকবেন, সহযোগিতা করবেন।
“জেগে ওঠো নতুন শক্তিতে” এ শ্লোগানে এতে বিশেষ আলোচক ছিলেন কোম্পানির সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক হাফিজার রহমান, কালব ‘ক’ অঞ্চলের পরিচালক জিল্লুর রহমান, ডিভিশনাল ইনচার্জ রবিউল ইসলাম, সুন্দরগঞ্জের যোনাল ইনচার্জ জাবেদ আলী সহ আরও অনেকে।
পরে আনজুয়ারার স্বামী নুর হোসেনের হাতে মরণোত্তর চেক তুলে দেন অতিথিরা। নুর হোসেনের বাড়ী উপজেলার পবিত্রঝাড় গ্রামে। তার স্ত্রী আনজুয়ারা মাসে এক হাজার টাকা করে সাত মাস কিস্তি দেওয়ার পর মারা যান। ফলে তার পরিবার ৮৬হাজার ৫০০টাকার একটি চেক পান।